বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)
বিন্দু
- নন্দলাল বর্মন
🌹💐🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌿🍀🌹তােমার উদ্দশ্যে বিন্দু
জমিয়ে রেখেছি এক সিন্ধু —
প্রেম ও ভালােবাসা ।
তােমায় প্রথম দেখে
হৃদয়ে ছবি একেঁ—
স্বপ্নে বেধেছি বাসা ৷৷
প্রথম দেখা প্রথম সেই পরিচয়
পরবে মনে সব সময় —
ভুলবাে নাতাে আমি ।
কিছু বার্তা , কিছু কথা ,
কিছু আনন্দ , কিছু ব্যাথা
দিয়ে গেলে তুমি ৷৷
সেদিন ছিল ১০-ই ফেব্রুয়ারি
করেছি আমি বারাবারি
তােমায় ভালােবেসে ।
থাকতে পারিনা আমি আর
মনে পরে বার বার ,
ভাবি তােমায় বসে বসে ৷৷

অসাধারণ একটি কবিতা
উত্তরমুছুনJust WoW .💓
উত্তরমুছুন