ভালোবেসে ব্যর্থ


ভালোবেসে ব্যর্থ
- নন্দলাল বর্মন

ভালবেসে চাইনি আমি কোন প্রতিদান
অন্তর থেকে মুছে গেছে কিছু অভিমান ।

ফেলে আসা স্মৃতি গুলো সারা জীবন বইবে -
তোমার নাম লেখা আমার জীবনের পাতায় রইবে,

যত স্বপ্ন ছিল মনে,
দেখেছিল তোমারই টানে

বহু স্বপ্ন ভালোবাসা দিয়ে গড়া এই প্রেমের কাহিনী
কিছু কিছু কথা আমি আজও ভুলতে পারিনি ।

হাতে হাত রেখে ফেলে আসা ওই দিনগুলো,
কোন ভুলের কারণে আজ সবই কেড়ে নিল

কি ভুল করলাম আমি তোমায় ভালোবেসে
 পড়ছে স্বপ্ন, গোলাপ ফুলের পাপড়ির মতো খসে ।

স্বরচিত কবিতা
তাং : 25/01/14

© অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।

মন্তব্যসমূহ

Popular Blogs

প্রেম নিবেদন

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

কৃষ্ণপক্ষ