হে মন (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

হে মন
— নন্দলাল বর্মন ( লাল বাবু )

হে মন তুমি কি বােঝনা
প্রেম মানেই যন্ত্রনা !
হে মন তুমি ভেবােনা
সে তােমার হবেনা !
হে মন তুমি কেঁদোনা
সেদিন আর ফিরবেনা !
হে মন পথ চেয়ে থেকোনা |
তুমি , তার দেখা পাবেনা !
হে মন অপেক্ষা আর করােনা
সে তােমায় করেছে ছলনা ।

লিখিত রূপ :- ২৯ / ০৩ / ১৮


©copyright
অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

মন্তব্যসমূহ

Popular Blogs

প্রেম নিবেদন

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

কৃষ্ণপক্ষ