হে মন (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)
হে মন
— নন্দলাল বর্মন ( লাল বাবু )
হে মন তুমি কি বােঝনা
প্রেম মানেই যন্ত্রনা !
হে মন তুমি ভেবােনা
সে তােমার হবেনা !
হে মন তুমি কেঁদোনা
সেদিন আর ফিরবেনা !
হে মন পথ চেয়ে থেকোনা |
তুমি , তার দেখা পাবেনা !
হে মন অপেক্ষা আর করােনা
সে তােমায় করেছে ছলনা ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.