পোস্টগুলি

প্রেম বিরহের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আঘাত

ছবি
আঘাত - নন্দলাল বর্মন       দুর্গোৎসবে; অষ্টমী গেল নবমী গেল, গেল দশমী আমাকে একবারও মনে করলেনা গো তুমি - আমাকে কি মন থেকে মুছে ফেলেছো  তোমার মনে প্রবেশ করার দরজাতে দিয়েছে কি ঝাপ আমার কী দোষ পেরেছো ? কী বা করেছি পাপ ? আমায় কি তুমি ভু_লে গেলে আমায় কি করবে না আর খেয়াল ; ও পাষাণী আমার যা ব্যথা দেওয়ার দিলে তবুও তুমি ছাড়া আমি যে বেহাল । তুমি শুধু তুমি , আমি অন্য কিছু ভাবিনি আমার সঙ্গে এমন আচরণ করলে ওগো হৃদয়হীনী ।। কলমে - নন্দলাল বর্মন তারিখ (ইং) - 16/10/2013

নন্দঞ্জনা

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র :  নন্দঞ্জনা নন্দঞ্জনা কবিতার নাম - নন্দঞ্জনা - নন্দলাল বর্মন আমি, করি না তোমায় যুদ্ধে - জয়ী হয়ে পাওয়ার আশা । আমি পেতে চাই তোমায়  হৃদয় স্পর্শ করে দিয়ে ভালোবাসা । আমি নই রাম নও তুমিও সীতা পারবোনা তাই দেখাতে অতো শ্রেষ্ঠতা একের অধিক যুবকের মন জয় করে - তুমি, আমায় বলো কোন অধিকারে ; সরকারি চাকরি পেলেই তবে আমাদের দুজনের মিলন সম্ভব হবে ।   অসমাপ্ত )

প্রেমের ভাষা

ছবি
প্রেমের ভাষা - নন্দলাল বর্মন তােমায় নিয়ে আমি ভাবেছি যতবার ভাবনার পরে চেয়ে দেখি শুধুই অন্ধকার । অন্ধকার চারিদিকে চলার পথে কাটা । শান্তি নেই মনে আমার চোখে জোয়ার-ভাটা । ওগাে তুমি আমি সব ভূলে এসাে মিলি আবার দুজনে মিলে নদী মােহনার মতাে হবাে একাকার । ঠিক যেমন আমি ছিলাম জল জলের স্রোত ছিলে তুমি প্রেমের ভাষা ছিল প্রকৃতি । ভরসা ছিল তীরভূমি ৷৷ তাং (ইং) : ০৩/০৯/২০১২ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।

আমি তোমায় ভালোবাসি

ছবি
আমি তােমায় ভালােবাসি   নন্দলাল বর্মন ( লাল বাবু )  মুখে পারিনা বলতে ,                 আমি তােমায় ভালােবাসি । একা পারিনা চলতে                 চাই তােমায় কাছা - কাছি । স্বপ্নের পরি তুমি –                 আমার প্রেমের দিশারী , মনে আঙ্গীনায় আমি –                 তােমার প্রেমের ভিক্ষারী । আমি তােমার অপেক্ষায়                বসে আছি রাস্তায় , তুমি শুধু এসাে একবার                 তুমি বিনা জীবন হাহাকার ৷৷ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

ছবি
বিন্দু - নন্দলাল বর্মন 🌹💐🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌿🍀🌹 তােমার উদ্দশ্যে বিন্দু  জমিয়ে রেখেছি এক সিন্ধু —                               প্রেম ও ভালােবাসা । তােমায় প্রথম দেখে  হৃদয়ে ছবি একেঁ—                              স্বপ্নে বেধেছি বাসা ৷৷  প্রথম দেখা প্রথম সেই পরিচয় পরবে মনে সব সময় —                              ভুলবাে নাতাে আমি ।  কিছু বার্তা , কিছু কথা , কিছু আনন্দ , কিছু ব্যাথা                               দিয়ে গেলে তুমি ৷৷ সেদিন ছিল ১০-ই ফেব্রুয়ারি করেছি আমি বারাবারি                               তােমায় ভালােবেসে ।  থাকতে পারিনা আমি আর  মনে পরে বার ...

হে মন (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
হে মন — নন্দলাল বর্মন ( লাল বাবু ) হে মন তুমি কি বােঝনা প্রেম মানেই যন্ত্রনা ! হে মন তুমি ভেবােনা সে তােমার হবেনা ! হে মন তুমি কেঁদোনা সেদিন আর ফিরবেনা ! হে মন পথ চেয়ে থেকোনা | তুমি , তার দেখা পাবেনা ! হে মন অপেক্ষা আর করােনা সে তােমায় করেছে ছলনা । লিখিত রূপ :- ২৯ / ০৩ / ১৮ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

প্রথম চিঠি (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
প্রথম চিঠি                                           — নন্দলাল বর্মন প্রথম চিঠি প্রথম চিঠিতে আমার উপহার                     সীমাহীন ভালােবাসা । তােমার জন্য নিঃস্ব হতে রাজি . . . .                     তুমি প্রদীপ , আমার ভরসা । মনে হয় রােজ কথা বললেও সব সময় –                     বাকি থেকে যায় , সুপ্ত হৃদয়ের অন্তিম কথা –                     সেও কৌশলে লুপ্ত হয়ে যায় । জানিনা , কথায় কী ভাবে দেখা হবে –                    তােমার সঙ্গে আমার দেখা সেই দিন গুলাে কাটছে কী ভাবে                    কেউ নেই বুঝিবার । এখন আমার দিন - রাত্রি গুলাে ।          ...