একটি প্রেমের কবিতা (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

নন্দলাল বর্মনের কবিতা সমগ্র : একটি প্রেমের কবিতা
Ekti Premer Kobita


 একটি প্রেমের কবিতা
— নন্দলাল বর্মন (লাল বাবু)

মন শুধু তােমার কথা বলে ,
কোথাও তুমি আছাে আমার আড়ালে ।
তােমাকে দেখার পরে –
কী যে হলাে অন্তরে ?
ইচ্ছেরা মেলে ডানা ।
তােমাকে কাছে পেলে ।
তােমার সুন্দরতার নেই তুলনা ।
যেন সূর্যের আলাে আর চাঁদের জ্যোসনা ।

জীবনে চাইবাে না কিছুই আর
হও যদি গাে তুমি আমার ,
আধাঁরে , ঢাকা ছিলাে আমার যত আশা
আলােয়ে ভরিয়ে দিলে তুমি , দিয়ে ভালােবাসা ।
তােমার জন্যই কতাে না বছর
অপেক্ষায় ছিল আমার এই অন্তর ৷

তাং:- ০৪ /০৭ /২০১৮


©copyright
অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

মন্তব্যসমূহ

Popular Blogs

প্রেম নিবেদন

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

কৃষ্ণপক্ষ