প্রথম চিঠি (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)
প্রথম চিঠি
— নন্দলাল বর্মন
![]() |
| প্রথম চিঠি |
প্রথম চিঠিতে আমার উপহার
সীমাহীন ভালােবাসা ।
তােমার জন্য নিঃস্ব হতে রাজি . . . .
তুমি প্রদীপ , আমার ভরসা ।
মনে হয় রােজ কথা বললেও সব সময় –
বাকি থেকে যায় ,
সুপ্ত হৃদয়ের অন্তিম কথা –
সেও কৌশলে লুপ্ত হয়ে যায় ।
জানিনা , কথায় কী ভাবে দেখা হবে –
তােমার সঙ্গে আমার
দেখা সেই দিন গুলাে কাটছে কী ভাবে
কেউ নেই বুঝিবার ।
এখন আমার দিন - রাত্রি গুলাে ।
অর্থহীন অন্ধকারে কাটা
তােমায় নিয়ে দেখা স্বপ্ন গুলাে
কালাে মেঘে দিয়েছে ঢাকা ।
একটু হলেও মনে রেখাে
তুমি সবসময় ৷
ভালােবেসে তােমায় জেনাে
চাইবাে না বিনিময় ৷৷
©copyright
অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ


a poem
উত্তরমুছুনhttps://t.co/C0A13tLBg5
উত্তরমুছুনJust WoW
উত্তরমুছুন