আমি তোমায় ভালোবাসি
আমি তােমায় ভালােবাসি
নন্দলাল বর্মন ( লাল বাবু )
মুখে পারিনা বলতে ,
আমি তােমায় ভালােবাসি ।
একা পারিনা চলতে
চাই তােমায় কাছা - কাছি ।
স্বপ্নের পরি তুমি –
আমার প্রেমের দিশারী ,
মনে আঙ্গীনায় আমি –
তােমার প্রেমের ভিক্ষারী ।
আমি তােমার অপেক্ষায়
বসে আছি রাস্তায় ,
তুমি শুধু এসাে একবার
তুমি বিনা জীবন হাহাকার ৷৷
©copyright
অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.