কৃষ্ণপক্ষ





কৃষ্ণপক্ষ
নন্দলাল বর্মন

আমার এই জীবন আজ দিশা হারা 
 চলতে চাই তবুও তোমায় ছাড়া ।

আমার যত স্বপ্ন ছিল মুছে দিলে তুমি,
 আজকে যা দিলে আমায় তা সবার চেয়ে দামি ।

তোমার কাছে এত কিছু আশা তো করি নি !
 এইভাবে প্রতারিত হব আমি কখনোই ভাবি নি !

মোহ সাগরে আজও ভাসি তোমার খেয়ালে
 খুঁজে চলেছি কিনারা চেষ্টা যেন বেহালে ।

যাও তুমি ভেসে যাও সুখের তরী নিয়ে 
খুশিতে দাও পারি কিছু চাইবো না বিনিময়ে ।

সুখে, শান্তিতে থেকো তুমি এটাই আমার লক্ষ্য 
নিরবে সইবো, যদিও না কাটে আমার কৃষ্ণপক্ষ ।

লিখিত রূপ : 21/06/19


2019
©অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

Mr. Barman

তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো 
মুহূর্তে হলো এলোমেলো

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.

Popular Blogs

প্রেম নিবেদন

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)