আঘাত
আঘাত
- নন্দলাল বর্মন
দুর্গোৎসবে;
অষ্টমী গেল নবমী গেল, গেল দশমী
আমাকে একবারও মনে করলেনা গো তুমি -
আমাকে কি মন থেকে মুছে ফেলেছো
তোমার মনে প্রবেশ করার দরজাতে
দিয়েছে কি ঝাপ
আমার কী দোষ পেরেছো ?
কী বা করেছি পাপ ?
আমায় কি তুমি ভু_লে গেলে
আমায় কি করবে না আর খেয়াল ;
ও পাষাণী আমার যা ব্যথা দেওয়ার দিলে
তবুও তুমি ছাড়া আমি যে বেহাল ।
তুমি শুধু তুমি , আমি অন্য কিছু ভাবিনি
আমার সঙ্গে এমন আচরণ করলে ওগো হৃদয়হীনী ।।
কলমে - নন্দলাল বর্মন
তারিখ (ইং) - 16/10/2013

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.