প্রেম নিবেদন
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র প্রেম নিবেদন — নন্দলাল বর্মন নন্দলাল বর্মন নাম আমার উত্তর দিনাজপুরে বাড়ি । প্রেমিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তোমার - করিলাম আবেদন ফেসবুকে দিবে পাড়ি । সাধারণ সুশীল ছেলে আমি আমার বাবা নয় ভূস্বামী । আমি মধ্যবিত্ত ঘরের ছেলে চলতে পারি হেসে খেলে । পরিবারে বাবা,মা, ভাই, আমি নিয়ে চারজন সদস্য রয়েছে আরো, বড়-বৌ এর বড্ড প্রয়োজন । তেইশ পেরিয়েছি সবে, পঞ্চান্নার মতো ওজন তাদের মত নই আমি, যত যুবক করবে আবেদন । শ্যাম বর্ণ হতে পারি গায়ের রং ততটা নয় কালো সাদা মনে কাদা নেই কিন্তু আচরণ আমার ভালো । অন্তরের কথা ম্যাসেজে লিখে করিলাম প্রেরণ তোমার যোগ্য ভেবে "প্রেম" করিলাম নিবেদন । আমায় যদি যোগ্য ভাবো তবে করো আলাপন দুজনে মিলে মিশে হব এক জানিবে এই ভুবন ।। লিখিত রূপ — ২৪/০২/২০১৯