অফুরন্ত প্রেম (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)
অফুরন্ত প্রেম
অফুরন্ত প্রেম
- নন্দলাল বর্মন ( লাল বাবু )
ওগাে ,
কেন , কেন তুমি . . . . . . .
কিসে আছে তােমার অভাব –
আর কী তােমার স্বাভাব ?
কী তােমার ভাবােনা ?
কী তােমার কামনা ?
এত দিনে একটা পত্রও পাঠালেনা !
কী হয়েছে তােমার , আমাকে কি বলবে ?
নাকি একাই তুমি রাগ অনুরাগে জ্বলবে
কষ্ট হয় আমার , তােমায় না দেখতে পেয়ে
দিন রাত্রি বসে থাকি তােমার পানে চেয়ে ,
রাখাে কি তুমি সেই সংবাদ
অফুরন্ত প্রেম আমি হৃদয়ে করি আবাদ ।
না পারি তােমায় ভুলতে
না পারি তােমায় ছেড়ে থাকতে ,
পারি না আমি অন্য কিছু ভাবতে
পারি শুধু তােমায় নিয়ে স্বপ্নকে সাজাতে ।
রচনা কালঃ — ০৩ / ১১ / ২০১৩


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.