আমি নই বিশ্বকবি, নইকো আমি মহান
আমরা সবাই একই মাতৃ ভূমির সন্তান ।
সবাইকে প্রণাম জানিয়ে করি শ্রদ্ধা
বন্ধু-বান্ধবীদের জানাই আমার প্রেম ও ভালবাসা,
একত্রে সবাইকে আজকের অভিনন্দন ।
এই গ্রুপে আমিও কিছু কথা তুলে ধরতে চাই ।
আমি নন্দলাল বর্মন
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র প্রেম নিবেদন — নন্দলাল বর্মন নন্দলাল বর্মন নাম আমার উত্তর দিনাজপুরে বাড়ি । প্রেমিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তোমার - করিলাম আবেদন ফেসবুকে দিবে পাড়ি । সাধারণ সুশীল ছেলে আমি আমার বাবা নয় ভূস্বামী । আমি মধ্যবিত্ত ঘরের ছেলে চলতে পারি হেসে খেলে । পরিবারে বাবা,মা, ভাই, আমি নিয়ে চারজন সদস্য রয়েছে আরো, বড়-বৌ এর বড্ড প্রয়োজন । তেইশ পেরিয়েছি সবে, পঞ্চান্নার মতো ওজন তাদের মত নই আমি, যত যুবক করবে আবেদন । শ্যাম বর্ণ হতে পারি গায়ের রং ততটা নয় কালো সাদা মনে কাদা নেই কিন্তু আচরণ আমার ভালো । অন্তরের কথা ম্যাসেজে লিখে করিলাম প্রেরণ তোমার যোগ্য ভেবে "প্রেম" করিলাম নিবেদন । আমায় যদি যোগ্য ভাবো তবে করো আলাপন দুজনে মিলে মিশে হব এক জানিবে এই ভুবন ।। লিখিত রূপ — ২৪/০২/২০১৯
বিন্দু - নন্দলাল বর্মন 🌹💐🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌿🍀🌹 তােমার উদ্দশ্যে বিন্দু জমিয়ে রেখেছি এক সিন্ধু — প্রেম ও ভালােবাসা । তােমায় প্রথম দেখে হৃদয়ে ছবি একেঁ— স্বপ্নে বেধেছি বাসা ৷৷ প্রথম দেখা প্রথম সেই পরিচয় পরবে মনে সব সময় — ভুলবাে নাতাে আমি । কিছু বার্তা , কিছু কথা , কিছু আনন্দ , কিছু ব্যাথা দিয়ে গেলে তুমি ৷৷ সেদিন ছিল ১০-ই ফেব্রুয়ারি করেছি আমি বারাবারি তােমায় ভালােবেসে । থাকতে পারিনা আমি আর মনে পরে বার ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.