প্রেমের ভাষা
প্রেমের ভাষা
- নন্দলাল বর্মন
তােমায় নিয়ে আমি ভাবেছি যতবার
ভাবনার পরে চেয়ে দেখি শুধুই অন্ধকার ।
অন্ধকার চারিদিকে চলার পথে কাটা ।
শান্তি নেই মনে আমার চোখে জোয়ার-ভাটা ।
ওগাে তুমি আমি সব ভূলে এসাে মিলি আবার
দুজনে মিলে নদী মােহনার মতাে হবাে একাকার ।
ঠিক যেমন আমি ছিলাম জল
জলের স্রোত ছিলে তুমি
প্রেমের ভাষা ছিল প্রকৃতি ।
ভরসা ছিল তীরভূমি ৷৷
তাং (ইং) : ০৩/০৯/২০১২
©copyright
অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।
অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.