পোস্টগুলি

কৃষ্ণপক্ষ

ছবি
কৃষ্ণপক্ষ নন্দলাল বর্মন আমার এই জীবন আজ দিশা হারা   চলতে চাই তবুও তোমায় ছাড়া । আমার যত স্বপ্ন ছিল মুছে দিলে তুমি,  আজকে যা দিলে আমায় তা সবার চেয়ে দামি । তোমার কাছে এত কিছু আশা তো করি নি !  এইভাবে প্রতারিত হব আমি কখনোই ভাবি নি ! মোহ সাগরে আজও ভাসি তোমার খেয়ালে  খুঁজে চলেছি কিনারা চেষ্টা যেন বেহালে । যাও তুমি ভেসে যাও সুখের তরী নিয়ে  খুশিতে দাও পারি কিছু চাইবো না বিনিময়ে । সুখে, শান্তিতে থেকো তুমি এটাই আমার লক্ষ্য  নিরবে সইবো, যদিও না কাটে আমার কৃষ্ণপক্ষ । লিখিত রূপ : 21/06/19 2019 © অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ Mr. Barman তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো  মুহূর্তে হলো এলোমেলো

ভালোবেসে ব্যর্থ

ছবি
ভালোবেসে ব্যর্থ - নন্দলাল বর্মন ভালবেসে চাইনি আমি কোন প্রতিদান অন্তর থেকে মুছে গেছে কিছু অভিমান । ফেলে আসা স্মৃতি গুলো সারা জীবন বইবে - তোমার নাম লেখা আমার জীবনের পাতায় রইবে, যত স্বপ্ন ছিল মনে, দেখেছিল তোমারই টানে বহু স্বপ্ন ভালোবাসা দিয়ে গড়া এই প্রেমের কাহিনী কিছু কিছু কথা আমি আজও ভুলতে পারিনি । হাতে হাত রেখে ফেলে আসা ওই দিনগুলো, কোন ভুলের কারণে আজ সবই কেড়ে নিল কি ভুল করলাম আমি তোমায় ভালোবেসে  পড়ছে স্বপ্ন, গোলাপ ফুলের পাপড়ির মতো খসে । স্বরচিত কবিতা তাং : 25/01/14 ©   অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।

Mr Lal Photoshop Gallery's

ছবি
. True Love Image - 6 Nandalal Barman Blogspot Smart Girl Indian Army's Balidan Badge Indian Army Balidan Badge একটু জলিট বিষয় জানার আছে, কুসংস্কার নাকি সঠিক? আমি যতদূর জানি, ভগবান শ্রীকৃষ্ণের জীবনে রাধা নামের কোন মহিলার অস্তিত্ব নেই। কিন্তু বিভিন্ন নামকরা ধর্মীয় প্রতিষ্ঠান রাধা কৃষ্ণকে দিয়েছে সর্বোচ্চ প্রমময় জুটি হিসেবে আখ্যা। কথিত আছে রাধা হল কৃষ্ণের মামি সম্পর্ক।  একজন বিবাহিত মহিলার প্রেমে মজা ভগবান শ্রীকৃষ্ণের কতটা ভালো লক্ষণ? তার সাথে ছিল ছলনা, ছলনা করা মহা পাপ শাস্ত্র মতে। তার মানে শ্রী কৃষ্ণ মহাপাপী? এরপরে আসে অস্টসখী। এদের নিয়ে রচিত আছে প্রচন্ড অশ্লিল কিছু রচনা। আচ্ছা একজন ভগবান নিশ্চই এত কুৎসিত মানুষিকতার হতে পারে না।  যে ধর্মে একজন শ্রেষ্ট মহামানব নিয়ে এত অশ্লিল ঘটনাকে আমরা অনায়সে লীলা বলে চালিয়ে দেই, আবার সেই বিষয় গুলি ই ঘটা করে পালন করে থাকি, তবে সেটা কতটা রুচি সঙ্গতত?? এমন কুরুচি নিয়ে প্রতিটি দেবতার ই ঝামেলা আছে। শিব, ব্রহ্মা, মনসা, অথচ দেব দেবী হয় সত্যের প্রতীক। ঈশ্বরের অংশ। তাদের ...

NB Production Channel

ছবি
Nandalal Barman Production cover 1 Nandalal Barman Production cover 2 এই লিংকটি তে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে চলে আসুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন । Nandalal Barman Production 🌐  www.youtube/Nandalal Barman Production (NBP Channel) 1. RSS Prathana ---   नमस्ते सदा वत्सले मातृभूमे 2. Jago re Jago re Jago Hindu - RSS Bengali songs  -  জাগো রে জাগো রে জাগো হিন্দু 3. Ek Sankranti ek Dharma ha - RSS Geet  ✓  Ek Sankranti ek Dharma ha - RSS Geet 4. 5. 6. 7. 8. 9. 10. 11. Ooi Jaan _ Asssamese Song _ From Nandalal Barman -  Ooi Jan _ Assamese song by Zubeen Garg . <script src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-5d6769e03e1d0146" type="text/javascript"></script> </div>

প্রেমের ভাষা

ছবি
প্রেমের ভাষা - নন্দলাল বর্মন তােমায় নিয়ে আমি ভাবেছি যতবার ভাবনার পরে চেয়ে দেখি শুধুই অন্ধকার । অন্ধকার চারিদিকে চলার পথে কাটা । শান্তি নেই মনে আমার চোখে জোয়ার-ভাটা । ওগাে তুমি আমি সব ভূলে এসাে মিলি আবার দুজনে মিলে নদী মােহনার মতাে হবাে একাকার । ঠিক যেমন আমি ছিলাম জল জলের স্রোত ছিলে তুমি প্রেমের ভাষা ছিল প্রকৃতি । ভরসা ছিল তীরভূমি ৷৷ তাং (ইং) : ০৩/০৯/২০১২ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।

আমি তোমায় ভালোবাসি

ছবি
আমি তােমায় ভালােবাসি   নন্দলাল বর্মন ( লাল বাবু )  মুখে পারিনা বলতে ,                 আমি তােমায় ভালােবাসি । একা পারিনা চলতে                 চাই তােমায় কাছা - কাছি । স্বপ্নের পরি তুমি –                 আমার প্রেমের দিশারী , মনে আঙ্গীনায় আমি –                 তােমার প্রেমের ভিক্ষারী । আমি তােমার অপেক্ষায়                বসে আছি রাস্তায় , তুমি শুধু এসাে একবার                 তুমি বিনা জীবন হাহাকার ৷৷ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

বিধাতার লেখা (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
বিধাতার লেখা - নন্দলাল বর্মন পাওয়ার আনন্দের থেকে বেশি  পরে না হারাতে হয় তােমায় , এই ভয়ে –  আমি নিজে - নিজেকে তােমার চোখে দেখি ,  পাশে যখন থাকো তুমি প্রতিছায়া হয়ে ।  ছড়িয়ে - ছিটিয়ে আছে এই মনে তােমার সুগন্ধ ,  পেয়েই ছাড়বাে তােমায়, আমি তােমার প্রেমে অন্ধ । তােমার আমার সেই একটি বারের দেখা -  দুজনেরই কপালে ছিল বুঝি বিধাতার লেখা ।  তােমায় আবার দেখবাে তাই পথ চেয়ে থাকা  স্বশরীরে না পেলে আত্মা করবেই দেখা ।  তােমার আমার মিলন বুঝি বিধাতার দুয়ার থেকে  তাই অপেক্ষায় আছে এই মন শুধু তােমাকেই পেতে । লিখিত রূপ : ০৭/০৪/২০১৫ मेरे पियारी अंजू যার ছিল সবচেয়ে বেশি ভয়  অবশেষে সেই করলো জয় ।

অফুরন্ত প্রেম (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি

একটি প্রেমের কবিতা (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র :  একটি প্রেমের কবিতা Ekti Premer Kobita   একটি প্রেমের কবিতা — নন্দলাল বর্মন ( লাল বাবু ) মন শুধু তােমার কথা বলে , কোথাও তুমি আছাে আমার আড়ালে । তােমাকে দেখার পরে – কী যে হলাে অন্তরে ? ইচ্ছেরা মেলে ডানা । তােমাকে কাছে পেলে । তােমার সুন্দরতার নেই তুলনা । যেন সূর্যের আলাে আর চাঁদের জ্যোসনা । জীবনে চাইবাে না কিছুই আর হও যদি গাে তুমি আমার , আধাঁরে , ঢাকা ছিলাে আমার যত আশা আলােয়ে ভরিয়ে দিলে তুমি , দিয়ে ভালােবাসা । তােমার জন্যই কতাে না বছর অপেক্ষায় ছিল আমার এই অন্তর ৷ তাং:- ০৪ /০৭ /২০১৮ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

ছবি
বিন্দু - নন্দলাল বর্মন 🌹💐🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌿🍀🌹 তােমার উদ্দশ্যে বিন্দু  জমিয়ে রেখেছি এক সিন্ধু —                               প্রেম ও ভালােবাসা । তােমায় প্রথম দেখে  হৃদয়ে ছবি একেঁ—                              স্বপ্নে বেধেছি বাসা ৷৷  প্রথম দেখা প্রথম সেই পরিচয় পরবে মনে সব সময় —                              ভুলবাে নাতাে আমি ।  কিছু বার্তা , কিছু কথা , কিছু আনন্দ , কিছু ব্যাথা                               দিয়ে গেলে তুমি ৷৷ সেদিন ছিল ১০-ই ফেব্রুয়ারি করেছি আমি বারাবারি                               তােমায় ভালােবেসে ।  থাকতে পারিনা আমি আর  মনে পরে বার ...