বিধাতার লেখা (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)
বিধাতার লেখা
- নন্দলাল বর্মন
পাওয়ার আনন্দের থেকে বেশি
পরে না হারাতে হয় তােমায় , এই ভয়ে –
আমি নিজে - নিজেকে তােমার চোখে দেখি ,
পাশে যখন থাকো তুমি প্রতিছায়া হয়ে ।
ছড়িয়ে - ছিটিয়ে আছে এই মনে তােমার সুগন্ধ ,
পেয়েই ছাড়বাে তােমায়, আমি তােমার প্রেমে অন্ধ ।
তােমার আমার সেই একটি বারের দেখা -
দুজনেরই কপালে ছিল বুঝি বিধাতার লেখা ।
তােমায় আবার দেখবাে তাই পথ চেয়ে থাকা
স্বশরীরে না পেলে আত্মা করবেই দেখা ।
তােমার আমার মিলন বুঝি বিধাতার দুয়ার থেকে
তাই অপেক্ষায় আছে এই মন শুধু তােমাকেই পেতে ।

mind Bloing
উত্তরমুছুনjust WoW
উত্তরমুছুন