বিধাতার লেখা (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

বিধাতার লেখা
- নন্দলাল বর্মন

পাওয়ার আনন্দের থেকে বেশি 
পরে না হারাতে হয় তােমায় , এই ভয়ে – 
আমি নিজে - নিজেকে তােমার চোখে দেখি ,
 পাশে যখন থাকো তুমি প্রতিছায়া হয়ে ।

 ছড়িয়ে - ছিটিয়ে আছে এই মনে তােমার সুগন্ধ , 
পেয়েই ছাড়বাে তােমায়, আমি তােমার প্রেমে অন্ধ ।

তােমার আমার সেই একটি বারের দেখা -
 দুজনেরই কপালে ছিল বুঝি বিধাতার লেখা । 
তােমায় আবার দেখবাে তাই পথ চেয়ে থাকা
 স্বশরীরে না পেলে আত্মা করবেই দেখা । 
তােমার আমার মিলন বুঝি বিধাতার দুয়ার থেকে
 তাই অপেক্ষায় আছে এই মন শুধু তােমাকেই পেতে ।

লিখিত রূপ : ০৭/০৪/২০১৫
मेरे पियारी अंजू


যার ছিল সবচেয়ে বেশি ভয়
 অবশেষে সেই করলো জয় ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.

Popular Blogs

প্রেম নিবেদন

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

কৃষ্ণপক্ষ