Nandalal Barman একটি প্রেমের চিঠি - নন্দলাল বর্মন ওগো, কেন, কেন তুমি ..... ? কিসে আছে তোমার অভাব - আর, কি তোমার স্বভাব ? কী তোমার ভাবনা ? কী তোমার কামনা ? এতদিনে একটা পত্র পাঠালে না ! কি হয়েছে তোমার আমাকে কি বলবে, নাকি একাই তুমি রাগ-অনুরাগে জ্বলবে । কষ্ট হয় আমার তোমায় না দেখতে পেয়ে দিনরাত্রি বসে থাকি তোমার পানে চেয়ে । তুমি কি রাখো সেই সংবাদ , তোমার সেই প্রেম আমি যে করি যে আবাদ । না পারি তোমায় ভুলতে, না পারি তোমায় ছেড়ে থাকতে, না পারি আমি অন্য কিছু ভাবতে, পারি শুধু তোমার তোমায় নিয়ে স্বপ্নকে সাজাতে । - ইতি নন্দলাল 📆তাং : 03/11/13 কবিতাটি পড়ে ভালো লাগলে দয়াকরে অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ ।