প্রেমের ভাষা
প্রেমের ভাষা - নন্দলাল বর্মন তােমায় নিয়ে আমি ভাবেছি যতবার ভাবনার পরে চেয়ে দেখি শুধুই অন্ধকার । অন্ধকার চারিদিকে চলার পথে কাটা । শান্তি নেই মনে আমার চোখে জোয়ার-ভাটা । ওগাে তুমি আমি সব ভূলে এসাে মিলি আবার দুজনে মিলে নদী মােহনার মতাে হবাে একাকার । ঠিক যেমন আমি ছিলাম জল জলের স্রোত ছিলে তুমি প্রেমের ভাষা ছিল প্রকৃতি । ভরসা ছিল তীরভূমি ৷৷ তাং (ইং) : ০৩/০৯/২০১২ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।